গোপী নাথ চট্টোপাধ্যায় গভীর বনে প্রতিষ্ঠা করেছিলেন গোপী নাথপুর ।সেদিন ইতিহাস প্রসিদ্ধ রারভুমি তথা গোপ ভুমি শাল ,পিয়াল,তাল তামালের গভীর অরন্যে ঢাকা পড়ে গেল , সেদিন চাপা পড়ে গেল মাটির তলায় তার গৌরব ময় ইতিহাস ।মানুষ অবলীলাক্রমে ভুলে গেল সোম ঘোষের বীর সন্তান ইছাই ঘোষকে । রাজা শশাঙ্ক ,বীর মল্ল লাউসেন কে । কর্ণ সেন কে । কত কত রাজা রাজত্ব করে গেছেন এই গোপ ভুমের মাটিতে । সমগ্র দুরগাপুর তখন একপ্রকার গভীর জংগলে ঢাকা ছিল ।
বাংলার বিক্রমপুর জেলা থেকে ভাগ্য অন্বেষণের জন্য বের হয়ে প্রথমে দাইহাতে বসতি স্থাপন করেন । পরে সেখান থেকে কাষ্ঠ ব্যবসার জন্য বাঁকুড়ার জগন্নাথ পুরে গিয়ে বসতি স্থাপন করেন বসন্ত কুমার চত্তপাধ্যায় । তার পুত্র গোপী নাথ চতপাধ্যায়ের সাথে সেই গ্রামের মণ্ডলদের সাথে বনিবনা না হবার জন্য তিনি নিরুপায় হয়ে সেই গ্রাম ত্যাগ করেন । তাকে বাসা বাধতে হয়েছিল দামোদর তীরবর্তী গ্রাম
ন দিহা গ্রামে । সময়টা ১৭৬৩ ১৭৬৫ সালের মধ্যে । গোপী নাথ বাবু বর্ধমান মহারাজ বিজয় চাঁদ মহতাবের পিতা তিলক চাঁদ মহতাবের কাছ থেকে নিজ নামে জমিদারী কিছু আংশ উচিত মুল্য দিয়ে কিনে নেন । যার নাম জঙ্গল মহল । জঙ্গল মহল ছিল সুবিস্তীর্ণ বনভুমি । উত্তরে অজয় নদ হতে দক্ষিণে দামোদর নদ এবং পূর্বে আউসগ্রাম পশ্চিমে ইছাপুর পর্যন্ত ব্যপ্তি ছিল । ১৭৯৬ খৃষ্টাব্দ থেকে গোপী নাথের নামে গোপী নাথ পুর নামে খ্যাত । ১৯৬৮ সালে দুর্গা পুর মহু কমা তে পরিণীত হয় । গোপী নাথ চট পাধ্যায় গোপী নাথ পুরে বসতি করে নিজ নাম অনুযায়ী নাম করেন গোপী নাথ পুর ।অজয় ও দামোদরের মধ্যবর্তী বর্ধমান জেলার জুড়িয়া স্বাধীন গোপ ভুম রাজ্য গড়িয়া উঠেছিল
এই গোপ ভুমের রাজা ছিল ইছাই ঘোষ আর তার রাজধানী ঢেকুর । আড়ায় আছে রারেশ্বর শিব মন্দির
১৭৯৩ নাগাদ এটি প্রতিষ্ঠা হয় ।
No comments:
Post a Comment