Sunday, 20 December 2015

পলাশীর যুদ্ধ

১৭৫৭ সালে ২৩শে জুন তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে র অদূরে , কলকাতা র থেকে ১৫০ কিমি দূরে পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী পরাজিত করে বাংলার শেষ নবাব সিরাজদউলার বাহিনী কে । বাংলায় ব্রিটিশ EAST INDIA COMPANY এর সুচনা হয় । তাদের শাসন প্রতিষ্ঠা হবার পরবর্তী ২০০ বছর দক্ষিণ এশিয়া ব্রিটিশ শাসনের ইতিহাস ।
সিরাজদ্দউলা কল কাতা আক্রমণের পর রবার্ট ক্লাইভ ও অ্যাড মিরাল চার্লস ওয়াটসনের নেতৃত্বে মাদ্রাস থেকে ব্রিটিশ বাহিনী পাঠান হয় কলকাতার উদ্যেশ্যে । ক্লাইভ কলকাতার পুনর্দখল করার পর চন্দননগরের ফরাসী দুর্গে আক্রমণ চালান । সিরাজদ্দউলা ও ব্রিটিশ দের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হতে শুরু করে ও শেষ পর্যন্ত পলাশীর প্রান্তরে দেখা হয় দুই বাহিনীর । সিরাজের সেনাপ্রধান ছিলেন মীর জাফর ,রায়  দুর্লভ ,জগত শেঠ  উমিচাঁদ ষড়যন্ত্র করেন রবার্ট ক্লাইভের সাথে । পলাশী প্রান্তরে নিজের বিশাল বাহিনী ,ফরাসী বাহিনী নিয়ে সামান্য ৩০০০ হাজার সেনা নিয়ে ব্রিটিশ বাহিনীর
স ন্মুখিন হলেও  মীরজাফর ,রায় দুর্লভ খানের নেতৃত্ব ধিন বাহিনী যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত থাকে । ফলে প্রায় বিনা রক্ত পাতে জয় লাভ করে ব্রিটিশ বাহিনী । সিরাজদ্দউলা যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে আত্ম গোপন করলেও শেষে নিহত হন । দক্ষিণ এশিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা মাইল স্টোন ।

No comments:

Post a Comment